চন্দনাইশে করোনা রোগীদের চিকিৎসায় চালু হচ্ছে পৃথক আইসোলেশন ওয়ার্ড

27

বর্তমান মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সু-চিকিৎসার জন্য চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী চন্দনাইশ ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ বেড করে পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করার উদ্যোগ গ্রহণ করেছেন। তার নিজস্ব অর্থায়নে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ বেডের আইসোলেশন ওয়ার্ড তৈরির কাজ চলছে। ইতিমধ্যে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে তার নেতৃত্বে ২০ বেডের ১টি আইসোলেশন ওয়ার্ডে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। রাজ গ্রূপের স্বত্ত্বাধীকারী ও সিআইপি আবু তাহের রাজুর দেয়া ২০ বেড ব্যবহার করে এ আইসোলেশন ওয়ার্ড গত মার্চ মাসের শেষ দিকে চালু করা হয়েছিল। এ ওয়ার্ডে ইতিমধ্যে ১৯জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ১২ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শাহিন হোসাইন চৌধুরী। স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, চন্দনাইশের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সম্বলিত পৃথক ৩০ বেড করে আইসোলেশন ওয়ার্ড চালু করার লক্ষ্যে কার্যক্রম চলছে। এ কার্যক্রমে যারা সহযোগিতা করে চলেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইতোমধ্যে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ বেডের আইসোলেশন ওয়ার্ডকে আধুনিকায়নের লক্ষ্যে সেন্টাল অক্সিজেন সরবরাহ লাইন সংস্থাপনের জন্য নির্দেশনা দিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় প্রাথমিকভাবে ৫ লক্ষ টাকা, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী ২ লক্ষ টাকা অর্থ প্রদান করেছেন। সংসদ সদস্যের তত্বাবধানে এ ২টি আইসোলেশন ওয়ার্ড করে চন্দনাইশে করোনা রোগে আক্রান্তদের সু-চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শাহীন হোসাইনকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও তিনি জানান। তিনি আরো বলেন এ ২টি আইসোলেশন ওয়ার্ড তৈরীতে কেউ যেন কোনভাবে অর্থ সংগ্রহ না করে। প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য উন্নয়ন কমিটির সাথে যোগাযোগের মাধ্যমে অথবা সরাসরি সংসদ সদস্যের সাথে যোগাযোগ রক্ষা করে সহযোগিতা করার জন্য আহবান জানিয়েছেন। চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন কমিটির মাধ্যমে এ ২টি আইসোলেশন ওয়ার্ড পরিচালিত হবে। চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডটি পরিচালনার জন্য সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন চন্দনাইশ সমিতি চট্টগ্রাম ও চন্দনাইশ ডক্টরস এসোসিয়েশন।