চন্দনাইশে করোনায় আক্রান্ত শিশুকে আর্থিক সহায়তা প্রদান

29

চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত ১০ মাসের শিশু সুস্থ হওয়ার পর তার সুচিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে চন্দনাইশের একঝাক তরুণ প্রবাসী, রেমিটেন্স সৈনিক আর্থিক সহায়তা প্রদান করেছেন। গত ৫ মে বিকালে তাদের দেয়া সে অর্থ আবিদের মায়ের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সদস্য এস.এম রহমান অর্থ সম্পাদক মো.শাহাদাত হোসেন,জাহাঙ্গীর আলম চৌধুরীসহ নেতৃবৃন্দ। এছাড়া এ পরিবারের জন্য টোটাল গ্রæপের পরিচালক আফনান ইসলামের পক্ষ থেকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রবাসীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন, জালাল চৌধুরী, কামাল উদ্দিন, মো. আজম, মোস্তফা চৌধুরী, আবদুর রহিম চৌধুরী, মাহাবুবুল আলম, দেলোয়ার হোসেন, বশির আহমদ, মো. কামাল, মো. মামুন, লিটন দাশ। তারা আগামীতে আরো আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেছেন।