চন্দনাইশে ওএমএস’র চাল ও আটা বিক্রি

9

 

চন্দনাইশে ওএমএস চাল ও আটা বিতরণকালে কোন ধরণের বিধিনিষেধ পালিত হচ্ছে না। চাল নিতে আসা মানুষগুলো গাদাগাদি করে লাইনে দাড়াঁনোর কারণে করোনা ভাইরাসের আশংকা করছেন সচেতন মহল। এ ব্যাপারে তারা যথাযথ কর্তৃপক্ষ তথা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন। সারাদেশের ন্যায় চন্দনাইশেও করোনা সংক্রামন রোধে কঠোর লকডাউনের ফলে নিম্ন আয়ের মানুষকে সহায়তা দিতে ন্যায্য মূল্যে চাল ও আটা বিতরণ গত ২৫ জুলাই থেকে শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় চন্দনাইশ পৌরসভায় ৪টি, দোহাজারী পৌরসভায় ৩টি বিক্রয়কেন্দ্র থেকে প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা ১৮ টাকা দরে কিনতে পারবে নি¤œ আয়ের মানুষ। চন্দনাইশ উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা প্রমিত কুমার চাকমা বলেছেন, নির্ধারিত ডিলারের মাধ্যমে চন্দনাইশ পৌরসভার ৪টি, দোহাজারী পৌরসভায় ৩টি বিক্রয় কেন্দ্রে গত ২৫ জুলাই থেকে ওএমএসের চাল ও আটা বিক্রয় কার্যক্রম শুরু করেছেন। প্রতি কেন্দ্রে দৈনিক দেড় টন করে চাল এবং এক টন করে আটা বরাদ্দ পাবে। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা ১৮ টাকা দরে বিক্রি হবে। এ কার্যক্রমে একজন ব্যক্তি ৩০ টাকা দরে পাঁচ কেজি চাল ও ১৮ টাকা দরে দুই কেজি আটা কিনতে পারবেন। এদিকে ওএমএস চাল ও আটা বিতরণকালে লকডাউন চলাকালে প্রশাসনের লোকজন চলাচল করলেও কোন ধরণের পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।