চন্দনাইশে এতিমখানায় সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপকরণ বিতরণ

15

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে সাতবাড়িয়া শাহ ছুফী আমানত (রহ.) শিশু সদন এতিমখানায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানার নিবাসীদের মধ্যে পোশাক ও দায়েমী ফাউন্ডেশনের শিক্ষাসামগ্রী, হাউজিং কিটস বিতরণ করা হয়েছে। সম্প্রতি সাতবাড়িয়া শাহ আমানত (রহ.) মাদ্রাসার এতিমখানার সভাপতি মাওলানা সৈয়দ জগলুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ওয়াহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। মাওলানা রবিউল আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, মাওলানা আবদুর রহিম, মাওলানা আহমদ হোসেন, মাওলানা রমিজ আহমদ ছমদী প্রমুখ। সমাজসেবা অধিদপ্তর থেকে ৬০ জন গ্রান্টপ্রাপ্ত এতিমখানার নিবাসীদের মধ্যে পাঞ্জাবী, টুপি, লুঙ্গি, সেন্ডেল দেয়া হয়েছে। দায়েমী ফাউন্ডেশনের পক্ষ থেকে খাতা-কলম, টুথপেস্ট, সাবান, ব্রাশ দেয়া হয়েছে। উপ-পরিচালক ওয়াহিদুল আলম বলেন, যাদের মা-বাবা কেউ নেই তাদেরকে আমরা এতিম শিশু বলি। এই শিশুদের নিজের সন্তানের মত যতœ নেয়ার উপর গুরুত্ব দেন। যারা কোরআন হেফজ করে তাদেরকে বাংলা ও ইংরেজি শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে।