চন্দনাইশে একজনের মৃত্যু

26

চন্দনাইশ পৌরসভার কাজীপাড়ার প্রকৌশলী কাজী মো. ওয়াহিদ ল্যাপটপের বিস্ফোরিত আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় ৪ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়ে। গত ৮ জুন সকালে ঢাকা কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানা যায়। স্থানীয়ভাবে জানা যায়, প্রকৌশলী কাজী মো. ওয়াহিদ জাপানী একটি কোম্পানিতে চাকরি করতেন। করোনা ভাইরাসের কারণে বিগত কিছুদিন ধরে বাড়িতে অবস্থান করছিলেন। গত ৩ জুন বিকেলে নিজ বাড়িতে খাটে বসে ল্যাপটপে কাজ করার সময় হঠাৎ করে ল্যাপটপের বিস্ফোরিত আগুনে ওয়াহিদের শরীরের কিছু অংশ পুড়ে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে চমেক হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ৪ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৮ জুন ভোরে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। রাতে তার লাশ বাড়িতে আসলে স্বজনদের আহাজারিতে আকাশ ভারি হয়ে উঠে। ওয়াহিদ চন্দনাইশ পৌরসভার কাজী পাড়ার কাজী মো. সিরাজুল ইসলামের ছেলে বলে জানা যায়।