চন্দনাইশে ঋণ না দেয়ায় এনজিও কর্মকর্তাকে মারধরের অভিযোগ

36

চন্দনাইশ পৌরসভার দূল্লর্ভ পাড়া এলাকায় একটি এনজিও সংস্থা ঋণ না দেয়ায় সংস্থার কর্মকর্তাদের মারধর ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগ করেছেন। সোসাইটি ফর সোসাল সার্ভিসের(এসএসএস) এর শাখা ব্যবস্থাপক জগদীশ চন্দ্র বিশ্বাস। অভিযোগ সূত্রে জানা যায় গত ৭ জুলাই দুপুরে তাহাদের এক ঋণ গ্রহীতা ১ লক্ষ টাকা ঋণ নিয়ে ৪৬ কিস্তির মধ্যে ৩৫ কিস্তি পরিশোধ করে। বাকি ১১ কিস্তি একসাথে দিয়ে পুনরায় ঋণ চাইলে তিনি অপারগতা প্রকাশ করায় ঋণ গ্রহীতা ও তার স্বজনেরা অফিসের দরজা বন্ধ করে তাকে শারীরিক ভাবে নির্যাতন করে এবং অফিসের জিনিসপত্র ভাংচুর ও তছনছ করে। এ ব্যাপারে শাখা ব্যবস্থাপক জগদীশ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে একই দিন রাতে ঋণ গ্রহীতা নাছরিন আকতারসহ ৫ জনকে আসামী করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে থানা অফিসার ইনচার্জ তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।