চন্দনাইশে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা

52

চন্দনাইশ উপজেলার ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সম্পন্ন হয়েছে। ২১ ও ২২ জানুয়ারি উপজেলা পর্যায়ে চ‚ড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গত ১৯ জানুয়ারি পর্যন্ত ২টি পৌরসভা, ৮টি ইউনিয়নের ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশ গ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ‘ক’ গ্রুপে প্রথম ও দ্বিতীয় শ্রেণি, ‘খ’ গ্রুপে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ১২টি সাংস্কৃতিক ও ১৩টি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছড়া, চিত্রাংকন, নৃত্য, সুন্দর হাতের লেখা, কবিতা আবৃতি, পল্লীগীতি, লোকগীতি, দেশাত্ববোধক গান, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, ৫০ মিটার, ১০০ মিটার, ২৫ মিটার চকলেট দৌড়, ভারসাম্য দৌড়, দীর্ঘ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ, গুপ্তধন উদ্ধার, যেমন খুশি তেমন সাজ, মোরগ লড়াই, অংক দৌড় এ সকল বিষয়ে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।