চন্দনাইশে আগুনে পুড়ে মরল খামারির ১১ গরু

9

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে বৈলতলী বুড়ির দোকান এলাকায় আগুনে পুড়েছে একটি খামারিরে ১১টি গরু। ফলে কৃষকের ১৮ লক্ষ টাকার ক্ষতি সাধন হয় বলে জানা যায়। গতকাল ১২ মার্চ বেলা ১১টার সময় এ অগ্নিকান্ড ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আবদুল গফুর। তিনি জানান, আগুনে পুড়ে যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। স্বপ্ন নিয়ে ধারদেনা ও ঋণ করে গরুগুলো নিয়েছিলেন। ১৫ মিনিটে তার স্বপ্ন আগুনে পুড়ে শেষ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল গফুর আরো জানান, পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তীরা তার খামারে আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেন। খামারের দরজা বন্ধ ও গরুর গলায়রশি বাধা থাকায় খামারের ভিতরেই আগুনে পুড়ে গরু গুলো মারা যায়।
তবে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন। আবদুল গফুর কৃষি কাজের পাশাপাশি গত ২ বছর পূর্বে তার স্ত্রী ও ৬ ছেলে মেয়েদের অক্লান্ত পরিশ্রমে খামারটি গড়ে তুলেন। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পূর্বে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর থেকে কৃষক আবদুল গফুর, তার স্ত্রী, ছেলে মেয়েদের কান্নায়এলাকায়আকাশ ভারী হয়ে উঠে।