চন্দনাইশে অগ্গধর্ম্মচক্ক থোথবা মহাথেরো স্মৃতি মন্দির উদ্বোধন

41

উপজেলার সাতবাড়িয়া বেপারিপাড়া জন্মজাত পরচিত্ত বিজাননজ্ঞানী, ধৃতাঙ্গধারী, অগ্গধম্মচক্ক থোথবা মহাথেরো ‘স্মৃতি চৈত্য’ উৎসর্গ ও স্বধর্মের প্রাণ পুরুষ অনন্ত প্রজ্ঞা সন্ধানী, ভদন্ত ড. এফ. দীপঙ্কর মহাথের (ধুতাঙ্গ ভান্তে) এর একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান গত ১০ জানুয়ারি বিকাল থেকে আজ ১২ জানুয়ারি পর্যন্ত ৩ দিন ব্যাপী কর্মসূচি শুরু হয়। গত ১০ জানুয়ারি বিকালে ভদন্ত ড. এফ. দীপঙ্কর মহাথের সাতবাড়িয়ায় শুভাগমন করে পুরো গ্রাম প্রদক্ষিণ করেন। ভদন্ত থোথবা মহাথের স্মৃতি চৈত্য ও বুদ্ধ প্রতিবিম্ব উৎসর্গ করেন। পরে ভদন্ত ড. এফ. দীপঙ্কর মহাথের জীবনী প্রদর্শন করা হয়। আজ ১১ জানুয়ারি সকালে ভদন্ত ড. এফ. দীপঙ্কর মহাথের স্বশিষ্য পিন্ডাচরণ, অষ্ট উপকরণসহ সংঘদান, একক সদ্ধর্মদেশনা, পূজনীয় ভন্তের কুঠিরে ধর্মীয় বিষয়ে প্রশ্নোত্তর পর্ব ও দেশনা। কাল ১২ জানুয়ারি সকালে ভদন্ত ড. এফ. দীপঙ্কর মহাথের স্বশিষ্য পিন্ডাচরণ, পূজনীয় ভন্তের স্বশিষ্য বান্দরবান আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহারের উদ্দেশ্যে সাতবাড়িয়া ত্যাগ করবেন। উল্লেখ্য যে, অগ্গধর্ম্মচক্ক থোথবা মহাথেরো ১৮৬৪ সাল থেকে ১৯২৫ সাল পর্যন্ত সদ্ধর্মদেশনায় নিয়োজিত ছিলেন।