চন্দনাইশের মানসিক ভারসাম্যহীন মেয়ে ফাতেমা ১৭ দিন পর উদ্ধার

10

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলার কালিয়াইশ ইউনিয়ন থেকে গত ৫ মার্চ দুপুওে নিখোঁজ ফাতেমা আক্তারকে(১২) দীর্ঘ ১৭ দিন পর গত ২১ মার্চ রাতে নগরীর হালিশহর থেকে উদ্ধার হয়েছে। মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে। গত ৫ মার্চ ফাতেমা আক্তার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ৮ মার্চ তার মাতা সালেহা আকতার বাদি হয়ে চন্দনাইশ থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন। পরবর্তীতে ১৮ মার্চ মেয়েকে না পেয়ে সংবাদ সম্মেলন করেন সালেহা আকতার। অবশেষে গত ২১ মার্চ সন্ধ্যায় নগরীর হালিশহর বি-বøক থেকে মেয়েকে উদ্ধার করা হয়। সালেহা বেগম জানান, তার মেয়ে গত ৫ মার্চ ভারসাম্যহীন হওয়ায় কাউকে কিছু না বলে হালিশহর তার ফুফুর বাসায় চলে যায়। তাদের বাসা পরিবর্তনের কারণে রাস্তায় ঘোরাঘুরির সময় স্থানীয়রা মেয়েটি পরচিয় না পেয়ে স্থানীয় একজন নেতার হেফাজতে রাখেন। পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর মোবাইলে যোগাযোগ করে তার পরিচয় শনাক্ত করে তার পরিবারের হাতে তুলে দেন। মা সালেহা আকতার মেয়েকে পেয়ে খুশিতে আত্মহারা।