চন্দনাইশের বরমায় ঐতিহ্যবাহী শুক্লাম্বর দীঘির মেলা আজ

52

আজ ১৫ জানুয়ারী ঐতিহ্যবাহী শুক্লাম্বর দীঘির মেলা অনুষ্টিত হবে। প্রতি বছরের ন্যায় এ বছরও ১ মাঘ এ দীঘিকে কেন্দ্র করে বসেছে বিশাল মেলা। সে মেলায় বাংলাদেশের বিভিন্ন এলাকাসহ পার্শ্ববতী ভারত, নেপাল, ভুটান থেকে আসে সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন পেশার, শ্রেণির মানুষ। মেলার দিন সকাল থেকে রাত পর্যন্ত পূর্ণার্থীদের ঢল নামে। স্থানীয়ভাবে জানা যায়, পার্শ্ববর্তী দেশ ভারতের নদীয়া থেকে ধর্ম প্রচারের জন্য আসা শুক্লাম্বর ভট্টাচার্যের ধর্মীয় দেশনা স্থানে প্রায় দেড়শত বছর পূর্বে শুক্লাম্বর ভট্টাচার্যের নামে এ মেলা প্রতিষ্ঠা করেছিলেন প্রয়াত নিত্যানন্দ বৈলয়। শুক্লাম্বর দীঘিকে কেন্দ্র করে পৌষ সংক্রান্তিতে এ মেলা দীঘির পাড়ে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে। ঐতিহ্যবাহী এ মেলায় পার্শ্ববতী ভারত, ভুটান, নেপাল সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিভিন্ন মানত নিয়ে এ পীঠ মন্দিরে আসে। মেলা ছাড়াও বছরের প্রতিদিন কেউ না কেউ এ পীঠমন্দিরে তাদের মানত নিয়ে আসতে দেখা যায়। তাদের বিশ্বাস এখানে দুধ, ছাগল, কবুতর এমনকি সোনার অলংকার উৎসর্গ করলে মনের সব বাসনা পূর্ণ হবে। আর তাই সারা বাংলাদেশের হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষের নানা মনের বাসনা পূরণের লক্ষ্যে মানুষগুলো একই মোহনায় মিলিত হয় শুক্লাম্বর দীঘিতে পৌষ সংক্রান্তির এ মিলন মেলায়। এখানে দিনব্যাপী চলে পূজা-উৎসব। সে সাথে প্রত্যেকে স্ব-স্ব ধ্যানে-জ্ঞানে মগ্ন থাকে পূজা অর্চনায়। পূর্ণার্থীদের ভিড়ে এ দিন উৎসবমূখর থাকে দীঘির চারিপাশ।