চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় শাখার সভা

12

 

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার এক সভা এবং সমিতি ও বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের নব নির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাঝে সনদপত্র প্রদান অনুষ্ঠান গতকাল ৩ আগষ্ট বুধবার সন্ধ্যায় চমেক হাসপাতালস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার সভাপতি আবদুল মতিন মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তারেক এর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মোবাশ্বের হোসেন সেলিম। বক্তব্য রাখেন-সমিতির চট্টগ্রাম বিভাগীয় জেলা কমিটির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম টিপু, কামাল উদ্দিন, শেখ আহাম্মদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তারেক, মোহাম্মদ ইসহাক, শাহনেওয়াজ চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ শাহজাহান, শাখাওয়াত হোসেন চৌধুরী, মোহাম্মদ সারোয়ার, মোহাম্মদ আনোয়ার প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটি ঘোষিত ১০ দফা এবং সমন্বয় পরিষদের ৫ দফা দাবী দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। সভায় সর্বসম্মতিক্রমে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঐদিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং ১৬ আগষ্ট সমিতির সভাপতি মোঃ সালেউদ্দিন সেলিমের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চমেক হাসপাতাল জামে মসজিদে মিলাদ মাহফিল ও ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোহাম্মদ আবদুল আজিজের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় সংগঠনকে গতিশীল করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত করা হয়। বিজ্ঞপ্তি