চট্টল সমাজের উদ্যোগ পথশিশুদের খাবার বিতরণ

5

সেবা মূলক সংগঠন চট্টল সমাজ-এর উদ্যেগে গত ৫ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় অস্থায়ী কার্যালয় নগরীর মুরাদপুর হতে ২নম্বর গেইট, জিইসি মোড়, দামপাড়া, টাইগার পাস, নিউ মার্কেট, কোতয়ালী ও সিআরবি সহ নগরের বিভিন্ন সড়কে অসহায় দরিদ্র পথশিশুদের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করেন। চট্টল সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি বাপ্পী তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল মোহাম্মদ রানার তত্বাবধানে ও আবদুল কাদের রাজু এবং কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে যারা সার্বিক সহযোগিতা করেছেন, তারা হলেন আলমগীর চৌধুরী শিমুল, বখতিয়ার সাঈদ ইরান, বাবর আহসান, শফিকুর রহমান, শওকত ওসমান,এ্যড রাশেদুল আলম,ইঞ্জি: আসিফ রহমান,রেজাউল করিম হিরু, ইমরান হোসেন,নুরুল আবছার,মোঃ ইয়াছিন মুহুরী,সফিউল আজম চৌধুরী, মহিন উদ্দিন মহিন, এম এ মান্নান, আবদুল আল আহাদ, মহিউদ্দিন জনি, ইলিয়াস বাহার চৌধুরী টিটু,রফিকুল ইসলাম রানা, জাহিদুল ইসলাম জাবেদ,আমিনুল ইসলাম সোহেল,অবিরন বড়ুয়া, জাহিদুল ইসলাম আদিল, শওকত ইসলাম, ওয়াহিদুল আলম চৌধুরী, রায়হান ছিদ্দিকি ডিউ, সাদেক হোসাইন, মো. ওসমান গনি শাকিল, মঞ্জুরুল হাসান খোকন, ফাহিম আহমেদ সহ চট্টল সমাজ এর সকল নেত্রীবৃন্দ,উপস্থিত ছিলেন। এ সময়ে হত দরিদ্র ও অসহায় পথশিশুদের মাঝে এক হাজার খাবার পেকেট ও কয়েক হাজার করোনা সুরক্ষা মাস্ক বিতরণ করা হয়।