চট্টল ইয়ূথ কয়ারের রবীন্দ্র-নজরুল সঙ্গীত সম্মিলনী

5

 

আমরা যতই কিছু বলি না কেন প্রজন্মদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে না পারলে জঙ্গিমুক্ত সমাজ ও রাষ্ট্র অসাম্প্রদায়িক দেশ গঠন করা সম্ভব নয়। এই জন্য প্রজন্মদের নিয়ে কাজ করতে হবে। জেলা, উপজেলা, থানা এবং ওয়ার্ড পর্যায়ে সাংস্কৃতিক উৎসব, রবীন্দ্র-নজরুল উৎসব, চিত্রাংকন উৎসব, কবিতা উৎসবের আয়োজন করতে হবে। চট্টল ইয়ূথ কয়ারের আয়োজনে ৩ ও ৪ সেপ্টেম্বর বিকাল ৫টায় দু’দিনব্যাপী চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রথম দিনের রবীন্দ্র-নজরুল সংগীত সম্মিলনী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের অধ্যক্ষ সেলিনা শেলী উপরোক্ত বক্তব্য রাখেন। উদ্যাপন পরিষদের সভাপতি লায়ন সুজিত দাশ অপুর সভাপতিত্বে ও কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির সভাপতি এম এ সবুর, কয়ার কর্মকর্তা এড্ সরযু ভট্টাচার্য, নিহার রঞ্জন ভট্টাচার্য্য, প্রণব রাজ বড়ুয়া, সুজিত চৌধুরী মিন্টু। অতিথি নৃত্যশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন শান্তা নাহার ও প্রত্যাশা বড়ুয়া এবং অতিথি রবীন্দ্র সংগীতশিল্পী ছিলেন পাপড়ি বড়ুয়া। অনুষ্ঠানে প্রায় তিনশত প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতেই পংকজ রায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন।