চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

101

‘চট্টলবীর’ খ্যাত মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের এইদিনে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সেদিন চট্টগ্রামের এ নেতাকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েন চট্টগ্রামবাসী।
এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি গ্রহণ করেছে নগর আওয়ামী লীগ ও তাঁর পরিবার।
উল্লেখ্য, ১৯৪৪ সালের ১ ডিসেম্বর রাউজানের গহিরা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। ১৯৬৫ সালে সিটি কলেজে লেখাপড়ার সময় রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং অংশ নেন পাকিস্তান বিরোধী আন্দোলনে। এরপর চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে ভর্তি হন।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখেন। জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে অংশ নেন মুক্তিযুদ্ধে। সম্মুখসমরে লড়েন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর আহব্বানে যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে অবদান রাখেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে এবং দলের অস্তিত্ব ধরে রাখতে নেন জীবনের ঝুঁকি। এজন্য তিনি স্বৈরশাসকের রোষানলে পড়েন এবং বারবার কারারুদ্ধ হন। এছাড়া স্বৈরাচার, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন গড়ে তোলেন। বিএনপি সরকারের বিরুদ্ধে কট্টর অবস্থানে থাকেন মহিউদ্দিন চৌধুরী।
১৯৯৪ সালে প্রথমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। টানা ১৭ বছর চসিকের মেয়র পদে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি নির্মাণ করেন উন্নয়নের নতুন সোপান। তাঁর গ্রহণ করা নানা উন্নয়ন পরিকল্পনায় নবরূপে সাজে বীর চট্টগ্রাম।
একই সাথে চট্টগ্রামের মানুষের স্বার্থে চট্টগ্রাম বন্দর রক্ষাসহ অসংখ্য আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হন তিনি। নগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামে আওয়ামী লীগকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মহিউদ্দিন চৌধুরী।
কর্মসূচি : চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েয়ে সকাল ৯টায় চশমা হিলস্থ মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত, সকাল ১১টায় কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেশনাল সেন্টারে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি। সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
এতে উপস্থিত থাকতে নগর আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন অনুরোধ জানিয়েছেন।
মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদের দোয়া মাহফিল :
মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বাদ আসর কোরআনখানি ও মিলাদ মাহফিল হযরত খাজা গরিবুল্লাহ শাহ (র.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন, রাজনীতির অঙ্গনে তিনি ছিলেন কালোত্তীর্ণ পুরুষ। চট্টল দরদী এ নেতার দ্যুতি ছড়িয়ে পড়ে সারাদেশ পেরিয়ে বিদেশেও। সমাজের প্রতিটি স্তরে তার প্রতিভার আলো ছড়িয়েছে। তিনি চট্টগ্রামবাসীর কাছে আজীবন প্রিয়পাত্র হয়ে থাকবেন।
আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদ চট্টগ্রামের উদ্যোগে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হযরত খাজা গরিবুল্লাহ শাহ (র.) মসজিদের খতিব মাওলানা আনিসুজ্জামান আলকাদেরী।
এ সময় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, সমাজসেবক ফরিদ মাহমুদ, সাংবাদিক জোবায়ের ছিদ্দিকী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আকরাম হোসেন সবুজ, মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদের নেছার আহমদ, শেখ নাছির আহমেদ, বখতেয়ার ফারুক, আশরাফুল গণি, দেলোয়ার হোসেন দেলু, মো. ইব্রাহিম, সাজ্জাদ আলী খান বাহাদুর, কাজল প্রিয় বড়ুয়া, হোসেন সরওয়ার্দী, হোসেন, হারুন উর রশীদ, সেলিম উদ্দিন, জাবেদ হোসেন, একরাম রানা, জহির উদ্দিন সুমন, রহিমদাদ খান বাদশা, মুজিবুর রহমান মুজিব, রাশেদ চৌধুরী, নাজমুল হাসান রুমি, মনিরুল হক মুন্না, আব্বাস উদ্দিন, নুরুজ্জামান, ওমর গণি মানিক, বিপ্লব বর্ধন, দেলোয়ার হোসেন, শফিউল বাহার, কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, দেলোয়ার, আশরাফ উদ্দিনু, আনিসুর রহমান, ইয়াছিন ভূইয়া, সালাহ উদ্দিন, মাসুদ ফরহাদ, হারুন রশীদ রবি, রাশেদুল ইসলাম, রাজীবুল ইসলাম, সজল মিয়া, রাজিব সাহা, মো. রুবেল, সরওয়ার জাহান প্রমুখ।