চট্টলকুঁড়ি চান্দগাঁও শাখার উদ্বোধন

75

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম বলেছেন, শিশুর মানসিক বিকাশে সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। একটি শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন দক্ষ ও সুশিক্ষিত নাগরিক। আজকের শিশুরাই পারবে ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দিতে। একটি সমৃদ্ধ জাতি গঠনে চট্টলকুঁড়ি বিশেষ অবদান রাখবে বলে আমার প্রত্যাশা। তিনি গতকাল ২৯ জানুয়ারি সন্ধ্যায় চট্টলকুঁড়ি চান্দগাঁও শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নগরীর চান্দগাঁও সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টলকুঁড়ির চেয়ারম্যান সাজ্জাদ বিন খালেদ সুমন। বিশেষ অতিথি ছিলেন সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মোহাম্মদ কামাল উদ্দিন, ইম্পেরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসিমা বানু, চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির (এ ব্লক) সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মনসুর, চান্দগাঁও শাহীন স্কুলের অধ্যক্ষ মো. আবদুল মাজিদ, চারুশিল্পী সুজা উদ্দীন বাবু, মিল্টন ডেকোরেটার্সের সত্ত্বাধিকারী সাজেদুল আলম চৌধুরী মিল্টন। আবৃত্তি প্রশিক্ষক অরুন ভদ্রের পরিচালনায় বক্তব্য রাখেন চট্টলকুঁড়ির নির্বাহী পরিচালক রাজিবুল হক চৌধুরী, নির্বাহী প্রধান মানসী দাশ তালুকদার, পরিচালক রিয়াজুল হক চৌধুরী ও সাজ্জাদ হোসেন চৌধুরী। উপস্থাপনায় ছিলেন ক্ষুদে শিল্পী রুদবাহ, মুনতাহা ও সুরিৎ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চট্টলকুঁড়ির ক্ষুদে মডেলদের পরিবেশনায় ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। মডেলিংয়ে কোরিওগ্রাফার ছিলেন আলমগীর হোসেন আলো। নৃত্য পরিচালনায় ছিলেন রবিউল ও প্রিয়াংকা দাশ। সঙ্গীত পরিচালনায় ছিলেন জাহাঙ্গীর আজিজ, পাপিয়া তালুকদার ও কান্তা আইচ। অনুষ্ঠানে চট্টলকুঁড়ির ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। বিজ্ঞপ্তি