চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচন নৌকা প্রতীকের পক্ষে বীর মুক্তিযোদ্ধাদের গণসংযোগ

14

জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ আংশিক) উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী নোমান আল-মাহমুদের ‘নৌকা’ প্রতীকের সমর্থনে বোয়ালখালীর ৯নং আমুচিয়া ইউনিয়নে ঘওে ঘওে প্রচার-প্রচারণা চালিয়েছে চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। গত ২৩ এপ্রিল রোববার তিনি আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে পাড়া-মহল্লায় প্রচারণার পাশাপাশি লিফলেট বিতরণ করেন। প্রচারণাকালে আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের উপ-নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে নোমান আল-মাহমুদকে ‘নৌকা’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান কমান্ডার মোজাফফর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চান্দগাঁও থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন, জেলা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ, বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার শীল, ৯নং আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পংকজ চন্দ মেম্বার, সাধারণ সম্পাদক আবদুল আল নোমান, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য অজিত বিশ্বাস, শাহাদাত হোসেন মুন্না, আমুচিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনা দে মেম্বার, ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলীপ দেব মেম্বার, সাধারণ সম্পাদক রঞ্জিত মাষ্টার, যুবলীগের সভাপতি জুয়েল ঘোষ মেম্বার, যুবলীগ নেতা শুভাশীষ চৌধুরী, অভি চৌধুরী প্রসেনজিত শীল, সান্টু শীল, ছাত্রলীগ নেতা আশরাফুল প্রীতম, রায়হান, হাসান, আলতাফ হোসেন প্রমূখ।