চট্টগ্রাম সিটি রিকশা শ্রমিক লীগের সভা

115

জাতীয় নির্বাচনে সারাদেশে মহাজোটের এমপি প্রার্থীরা বিপুলভোটে জয়লাভ করায় ৪র্থবারের মত মাননীয় প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সিটি রিকশা শ্রমিকলীগ নেতৃবৃন্দ। গত ১৫ জানুয়ারি মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিক লীগের উদ্যোগে নগরীর হালিশহরের সবুজবাগ খাঁনবাড়ি রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক সভায় ওই অভিনন্দন জানানো হয়। একই সময়ে সকল মন্ত্রী এবং এমপিকেও অভিনন্দন জানানো হয়। এসময় বিশিষ্ট শ্রমিকলীগ নেতা ও সংগঠনের সভাপতি মো. সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রমিকলীগ নেতা মহিউদ্দিন গাফফার, মো. ইউছুপ, মো. দিদার, মো. নজরুল, মো. সবুজ, মো. হান্নান ও মো. কাদের প্রমুখসহ জেলা এবং থানার নেতৃবৃন্দ। ওই সভায় প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সংগঠনের সভাপতি মো. সেলিম বলেন, সারাদেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছেন। উন্নয়নের ধারাও অব্যাহত আছে। প্রধানমন্ত্রী এখন শুধু বাংলাদেশের নেত্রী নন, বিশ্ব নেতৃত্বের মধ্যেও নিজেকে ঠাঁই করে নিয়েছেন। এজন্য শেখ হাসিনার সরকার বার বার দরকার। আমরা নিজ দলে আর দ্ব›দ্ব না রেখে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো। তিনি আরো বলেন, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে চট্টগ্রামে ব্যাটারী চালিত রিক্সা বিভাটেক চলাচল করায় উদ্বেগ প্রকাশ করছি। এসব রিক্সার মালিকরা শহরে শিশুদের দিয়ে রিক্সা চালাচ্ছে। এতে একদিকে বিদ্যুৎ অপচয় হচ্ছে। অন্যদিকে দুর্ঘটনাও বাড়ছে। আবার রিক্সা গ্যারেজের ট্রেড লাইসেন্সও নেই। অথচ সেখানে কথিত শ্রমিক নেতারা মাসে মাসে চাঁদা আদায় করছে। এসব প্রশাসন দেখেও নীরব রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টরা এ বিষয়ে জরুরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে বক্তারা মন্তব্য করেন। বিজ্ঞপ্তি