চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের সাথে তথ্যমন্ত্রীর মতবিনিময়

46

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ এমপি গত ১৫ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও তথ্য মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, পুলিশের রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবুর রহমান, জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন, জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, বাংলাদেশ বেতার চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মো. আবুল হোসেন, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জি. এম নিতাই কুমার ভট্টাচায্য, পিআইডি চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার মো. আজিজুল হক নিউটন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. সাঈদ হাসান প্রমুখ। মতবিনিময় সভার পূর্বে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানসহ সরকারের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মত বিনিময়ের পূর্বে মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। মতবিনিময়কালে চট্টগ্রামের সার্বিক উন্নয়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিজ্ঞপ্তি

চিটাগং ট্রাস্ট মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান কাল

দি চিটাগং ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল ১৮ জানুয়ারি শুক্রবার বিকালে নগরীর কে.সি.দে রোডস্থ দি হার্ট অব চিটাগং-এ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। উদ্বোধক থাকবেন শিল্পপতি তিনকড়ি চক্রবর্তী। সংবর্ধিত অতিথি থাকবেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রাক্তন ট্রাস্টি অধ্যক্ষ প্রফেসর অর্ধেন্দু বিকাশ রুদ্র। বিশেষ অতিথি থাকবেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য, চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাড. চন্দন তালুকদার, সিএমপি’র উপ-পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টী রাখাল দাশগুপ্ত, সাবেক উপ-সচিব দিলীপ কুমার চৌধুরী, জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দে, দোদুল কুমার দত্ত সিআইপি, সিটিবি’র পৃষ্ঠপোষক বাবুল ঘোষ বাবুন, হাজী মোহাম্মদ সাহাবউদ্দিন, স্বপন কান্তি দাশ, দিলীপ কান্তি মল্লি­ক। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক স্বদেশ চক্রবর্তী ও মহাসচিব অরুণ কান্তি মল্লি­­ক অনুরোধ জানিয়েছেন।

আল্লামা কাজী জালাল
উদ্দিনের ইন্তেকালে
শোক প্রকাশ

চট্টগ্রাম হালিশহর দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা কাজী মুহাম্মদ জালাল উদ্দিন (ম.জি.আ.) গত ১৫ জানুয়ারি বিকাল ৪ টায় ঢাকাস্থ এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না….রাজেউন)। তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম.এ মান্নান, মহাসচিব এম.এ মতিন, যুগ্ম মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ, আহলে সুন্নাত ওয়াল জমা’আত কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, আহলে সুন্নাত সম্মেলন সংস্থা ওএসি’র সভাপতি আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, সাধারণ সম্পাদক কাজী মঈন উদ্দিন আশরাফী, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সভাপতি অধ্যক্ষ আল্লামা আহমদ হোসেন আলকাদেরী, সাধারণ সম্পাদক মাষ্টার মোহাম্মদ আবুল হোসাইন, মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা নুরুল ইসলাম জেহাদী, সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ হোসাইন, মহানগর উত্তরের সভাপতি আলহাজ্ব নাঈমুল ইসলাম পুতুল, সাধারন সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি মুহাম্মদ ফিরোজ আলম, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি এইচ.এম শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ খোবাইব একযুক্ত বিবৃতিতে চট্টগ্রাম হালিশহর দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা কাজী মুহাম্মদ জালাল উদ্দিন এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনসহ ভক্তমুরিদানের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি