চট্টগ্রাম সাংস্কৃতিক জোটের সম্প্রীতি উৎসব উপলক্ষে সভা

5

 

চট্টগ্রাম সাংস্কৃতিক জোটের উদ্যোগে সম্প্রীতি উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১২ অক্টোবর বিকাল ৫টায় মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। লেখক ও সংগঠক সজল দাশ এর সঞ্চালনায়, কবি ও সংগঠক আশীষ সেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক। উদ্বোধক ছিলেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী। প্রধান আলোচক ছিলেন লায়ন এ.কে জাহেদ চৌধুরী। আলোচক ছিলেন ডা. সুকুমার সেন, ছাত্রলীগ নেতা বিজয় দাশ রিকি, কবি আসিফ ইকবাল, চিত্রশিল্পী অশেষ দাশগুপ্ত। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ। সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পী কাকলী দাশগুপ্তা, অশেষ দাশগুপ্ত ও চৈতিকা ধর। আবৃত্তি পরিবেশন করেন মঞ্জুর আলম, শবনম ফেরদৌসী ও শ্রাবণী বড়ুয়া।
উপস্থিত ছিলেন ডা. চয়ন চক্রবর্ত্তী, মো. নুরুল আবছার, কাব্য দাশ, জয় দে, লিটন সিংহ, ইমরান সোহেল, ওমর ফারুক, মো. দুল্লা, রাজন বড়ুয়া, সংস্কৃতিকর্মী নিলয় দে, মো. জাফর আলম, আরাধ্য মল্লিক, আয়ুশ দে রিজু। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ একটি অসম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ৭১’র সালে ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রটি প্রতিষ্ঠা লাভ করি। এতে ৩০ লাখ লোক শহীদ ও ২ লাখ ৬৯ হাজার মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছে। আমাদের সংবিধানের মূল চারনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা ও জাতীয়তাবাদ। বিজ্ঞপ্তি