চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ডিমেনশিয়া বিষয়ক সেমিনার

16

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিউরোলজি বিভাগের উদ্যোগে ২১ মার্চ হাসপাতালের লেকচার গ্যালারীতে ডিমেনশিয়া বিষয়ক সচেতনতামূলক সেমিনার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সম্মানিত প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. হাসানুজ্জামান। অতিথি ছিলেন মেরিন সিটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. সুজাত পাল, হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চ্যানেল আই এর ডিভিশনাল ব্যুরো চীফ চৌধুরী ফরিদ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউরোসাইন্স এন্ড হসপিটাল এর নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রফেসর ডা. মালিহা হাকিম। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোমেন চৌধুরী। অনুষ্ঠানে প্যানেলিস্ট ছিলেন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কর্নেল ডা. গোলাম কাউনাইন, ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউরোসাইন্স এর মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আবদুল্লাহ ইউসুফ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এটি একটি স্মৃতি লোপজনিত রোগ, যা ক্রমান্বয়ে বাড়তে থাকে। রোগী ধীরে ধীরে পরিচিত জায়গা, সময়, পরিচিতি ইত্যাদি ভুলে যায়। প্রাথমিকভাবে এটি সনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে এটি ভালো হয়, অনেক ক্ষেত্রে আবার চিকিৎসায়ও ভালো হয়না। অনুষ্ঠানে বক্তব্য দেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক। বিজ্ঞপ্তি