চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের জার্সি উন্মোচন

16

 

 

চট্টগ্রামের শীর্ষ স্থানীয় ক্রীড়া সংগঠন ব্রাদার্স ইউনিয়নের সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, খেলোয়াড়দেরকে সবসময় জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে হয়। নিজের প্রতি আত্মবিশ্বাস, দৃঢ় মনোবল আর লক্ষ্য অটুট থাকলে জয় থেকে কেউ বিচ্যুত হতে পারে না। অতীতের সফলতা বা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে খেলোয়াড়দেরকে ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়।
গতকাল দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে অংশগ্রহণকারী চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল কমিটির সভাপতি জসীম আহমেদের সভাপতিত্বে ও সম্পাদক আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন পরিচালক যথাক্রমে মো ইলিয়াস, বোয়ালখালী উপজেলা পৌরসভার মেয়র জহুরুল ইসলাম, হাসান মুরাদ বিপ্লব, দিদারুল আলম, ওয়াহিদুল আলম শিমুল, আবদুর রশিদ লোকমান, ফুটবল কোচ আবু সরওয়ার চৌধুরী, ফুটবল কমিটির সিনিয়র সহসভাপতি অসীম কুমার দাশ, সহসভাপতি শহিদুল মোস্তফা চৌধুরী মিজান, মো টিপু সুলতান সিকদার, বোরহান উদ্দিন শাহেদ, সৈয়দ মাহ্ফুজুর রহমান, আবু বকর সাহেদ শান, মো পারভেজ, আনাস মাহমুদ, সফিউল হোসাইন চৌধুরী (সাকিব) সহ সংশ্লিষ্ট খেলোয়াড় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।