চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহজালাল হলের প্রভোস্টকে অব্যাহতি

39

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের প্রভোস্ট পদ থেকে অধ্যাপক ড. মো. সুলতান আহমেদকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। একই সাথে হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহেদ বীন সাদিককে নিয়োগ দেয়া হয়েছে হলটির প্রভোস্ট পদে।
গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে অব্যাহতি ও নিয়োগ দেন।
এর আগে গত বুধবার বিকালে শাহজালাল হলের দ্বিতীয় তলার ছাদ থেকে পলেস্তার ও ইট পড়ে দুই ছাত্র আহত হলে হলটির আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তারা আবাসিক হলে তালা দিয়ে তিন আবাসিক শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। এ সময় শিক্ষার্থীরা হলটির প্রভোস্ট অধ্যাপক ড. মো. সুলতান আহমেদ হলে একেবারেই আসে না অভিযোগ করে তার কুশপুত্তলিকা পুড়িয়ে পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির আশ্বাসে তারা তালা খুলে দেন।
আবাসিক হলটির সদ্য অব্যাহতিপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক ড. সুলতান আহমেদ প্রভোস্ট কমিটির আহব্বায়ক এবং আওয়ামী-বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দলের আহব্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। প্রভোস্ট কমিটির আহব্বায়ক হিসেবে তিনি
সিন্ডিকেটেও প্রতিনিধিত্ব করছিলেন। ফলে সিন্ডিকেটের এই পদটিও শুন্য হয়ে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন। এখন ব্যস্ততার কারণে ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছিলেন না। তাই অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তিনিও এই সিদ্ধান্তে আগ্রহ প্রকাশ করেছিলেন। নতুন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। আশাকরি, আবাসিক হলটির সংকট নিরসন হবে।
অধ্যাপক ড. সুলতানের পরিবর্তে সিন্ডিকেটে কে প্রতিনিধিত্ব করবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপাতত সিন্ডিকেটের এই সদস্য পদটি শুন্য থাকবে। প্রভোস্ট কমিটির আহব্বায়কতো নির্বাচিত পদ। তাই পরে নির্বাচনের মাধ্যমে তারা প্রতিনিধি নির্ধারণ করবেন।