চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

7

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সভা-সমাবেশ ও অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেছেন, সরকারের রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) বুধবারের এক নির্দেশনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘দেশজুড়ে করোনাভাইরাস নিয়ে আতঙ্কের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল নালা-নর্দমা, আবাসিক হলের ক্যান্টিন, কমনরুম, ডাইনিং হল সব সময় পরিষ্কার রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে’।
দেশের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তীতে প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। প্রক্টর বলেন, প্রতিদিন প্রতিটি বিভাগে ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের পাঁচ মিনিট করে নভেল করোনাভাইরাস বিষয়ে জানাতে সব বিভাগের প্রধানদের বলা হয়েছে। তবে ক্লাস-পরীক্ষা আগের মতোই চলবে। খবর বিডিনিউজের