চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভায় গাজী সিরাজের মুক্তির দাবি

50

মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নন। এটা দেশের মানুষের কাছে দিনের আলোর মত পরিষ্কার। ঠিক তেমনিভাবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। আগামী ২০ জুলাই বেগম জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তিনি বুধবার বিকালে নাছিমন ভবন দলীয় কার্যালয়ে মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহর নিঃশর্ত মুক্তির দবিতে এবং চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দেশে এখন চরম দুঃসময় চলছে। রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবাধিকার কর্মী, গণমাধ্যম যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার তারা সরকারী জুলুমের শিকার হচ্ছে। কেউ গুম হচ্ছেন, পঙ্গু হচ্ছেন। সরকার শুধুমাত্র নিজেদের রক্ষা করতে দেশে এক ধরণের ভীতিকর পরিস্থিতি তৈরি করে রেখেছে। মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, আজ দেশে একটি তাবেদারী সরকার চলছে। গণতন্ত্রেও সকল পথ রূদ্ধ করে ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে। মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহসহ সকল নেত্রীবৃন্দের মুক্তির দাবি জানিয়ে চট্টগ্রামের বিভাগীয় সমাবেশকে সফল করতে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল সহকারে সমাবেশে যোগ দেয়ার আহবান জানান।
মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও নগর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন মোহাম্মদ শহিদের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়ত হোসেন বুলুর পরিচালনায় বক্তব্য দেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক আর. ইউ. চৌধুরী শাহীন, ইয়ছিন চৌধুরী লিটন, শাহেদ বক্স, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, মহিলা দলের যুগ্ম সম্পাদক আখি সুলতানা প্রমুখ। বিজ্ঞপ্তি