চট্টগ্রাম বন্দর কাপ অনূর্ধ্ব-১২ ক্রিকেট

27

চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স কর্তৃক আয়োজিত চট্টগ্রাম বন্দর কাপ অনুর্ধ্ব-১২ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল ২টি খেলা অনুষ্ঠিত হয়।
১ম খেলায়- কোয়ালিটি স্কুল অব ক্রিকেট একাডেমী ১৪৯ রানে ব্রাদার্স ক্রিকেট একাডেমি (বি) কে হারিয়েছে। টসে জিতে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট একাডেমী ব্যাট করার সিদ্বান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২০১ রান করে। সৈয়দ আবদুল্লাহ সর্বোচ্চ ৮১ রান করে। ব্রার্দাস ক্রিকেট একাডেমি (বি) দলের পক্ষে নিল, রাহাত ও শামীম ১টি করে উইকেট পান। জবাবে -ব্রাদার্স ক্রিকেট একাডেমি (বি) সবকয়টি উইকেট হারিয়ে ৫২ রান করে। উক্ত দলের রাহাত খান সর্বোচ্চ ১০ রান করে। ৩ ওভার বল করে প্রাঞ্জল ২ উইকেট পান । কোয়ালিটি স্কুল অব ক্রিকেট দলের সৈয়দ আবদুল্লাহ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট কোচ মো. রাশেদ খান খেলা শেষে ম্যান অব দি ম্যাচ ট্রফি প্রদান করেন।
২য় খেলায় জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমী (এ) দল ৫ উইকেটে চিটাগং ক্রিকেট একাডেমীকে হারিয়েছে। টসে জিতে চিটাগং ক্রিকেট একাডেমী ব্যাট করার সিদ্বান্ত নেয়। চিটাগং ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ১২০ রান করে। ঈশান সর্বোচ্চ ৩৩ রান করে। জবাবে জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমী ৫ উইকেটের বিনিময়ে ১২১ রান করে। উক্ত দলের রাহিন সর্বোচ্চ ৫০ রান করে এবং রাহিন ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের পরিচালক মো. গোলাম মরতুজা খেলা শেষে ম্যান অব দি ম্যাচ ট্রফি প্রদান করেন।