চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিনিধি দলকে কলকাতা প্রেস ক্লাবের সংবর্ধনা

19

 

চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিনিধি দলকে সংবর্ধনা জানিয়েছে প্রেস ক্লাব কলকাতা। ১৬ মার্চ সন্ধ্যায় প্রেস ক্লাব কলকাতার সবুজ প্রাঙ্গণে বর্ণাঢ্য এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। প্রতিনিধি দলের সদস্যদের ফুল, ক্রেস্ট, উত্তরীয়, বইসহ বিভিন্ন উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকেও প্রেস ক্লাব কলকাতাকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ উপ হাইকমিশন কলকাতার প্রথম সচিব রঞ্জন সেন, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকসহ কলকাতা প্রেস ক্লাব নেতৃবৃন্দ। প্রেস ক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিষ সূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিকের সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা বলেন, চট্টগ্রামের সাংবাদিকদের সম্মানে এ আয়োজনের মাধ্যমে কলকাতা এবং চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে নতুন সম্পর্কে তৈরি হল। আগামীতে এ সম্পর্ক আরও গভীর বন্ধুত্বে রূপান্তরিত হবে। যা দুই দেশের ভাবমূর্তি বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। প্রতিনিধি দলে ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ এবং মঞ্জুরুল আলম মঞ্জু।
এর আগে চট্টগ্রামের সাংবাদিকরা প্রেস ক্লাব কলকাতায় পৌঁছালে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেস ক্লাব কলকাতার নেতৃবৃন্দ। এরপর কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াছ ও চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ কলকাতা প্রেস ক্লাবে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বিজ্ঞপ্তি