চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার মাহফিল

9

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ১৬ মার্চ নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
শুভেচ্ছা বক্তব্য দেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, ডিআইজি নূরে আলম মিনা, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান ও আলী আব্বাস।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠ, মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি হাফিজুর রহমান, কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমদ মনজু’সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার ব্যক্তিবর্গ, প্রেস ক্লাবের আজীবন দাতা এবং সহযোগী সদস্যরা।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি এবং ইফতার ও দোয়া মাহফিলের আহব্বায়ক চৌধুরী ফরিদ, সহ সভাপতি মনজুর কাদের মনজু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসিম চৌধুরী সবুজ, মো. আইয়ুব আলী এবং মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর ও স্বার্থক করায় চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাহফিলে মুনাজাত পরিচালনা করেন শাহ আনিস মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন। কোরআন তেলাওয়াত ও নাত পরিবেশন করেন মাওলানা মোহাম্মদ ইসমাঈল এবং তৌফিক এলাহী। বিজ্ঞপ্তি