চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টি বোর্ডের সভা

7

 

চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট এর ট্রাস্টি বোর্ডের সভা গতকাল বিকেলে চট্টেশ্বরী রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ট্রাস্ট চেয়ারম্যান সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। ট্রাস্টের নির্বাহী পরিচালক সাংবাদিক সিরাজুল করিম মানিক সভায় বিগত সভার কার্যবিবরণী, ২০২২ সালের বার্ষিক পরিকল্পনা পেশ করেন। সভায় উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হয়। বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দু’বছর মেয়াদী ৯টি কমিটি পুনর্গঠিত হয়। পুনর্গঠিত কমিটিসমূহ হলো: অর্থ ও জাকাত সম্পর্কিত কমিটি-আহব্বায়ক মোহাম্মদ হারুণ শেঠ, সদস্য সচিব সাইফউল্লাহ মনসুর, শিক্ষা ও বৃত্তি সম্পর্কিত কমিটির আহব্বায়ক মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী, সদস্য সচিব প্রফেসর মো. আবুল হাসান, চিকিৎসা সেবা সম্পর্কিক কমিটি আহব্বায়ক ডা. শাহানা বেগম, সদস্য সচিব প্রফেসর ডা. মাহমুদ এ. চৌধুরী (আরজু), আন্তর্জাতিক সম্পর্কিত কমিটির আহব্বায়ক শফিক উদ্দিন, সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ ইছহাক চৌধুরী, সমাজকল্যাণ সম্পর্কিত কমিটি আহব্বায়ক এ এইচ এম কফিল উদ্দিন, সদস্য সচিব আ ন ম আবদুস শাকুর, প্রকল্প সর্ম্পকিত কমিটির আহব্বায়ক প্রকৌশলী শেখ এহছানুল হক চৌধুরী, সদস্য সচিব প্রকৌশলী এস এম সাইফুদ্দিন খালেদ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক কমিটির আহব্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব নাহিদ সুলতানা, আইটি ও প্রকাশনা সম্পর্কিত কমিটির আহব্বায়ক মো. মাহতাব উদ্দিন, সদস্য সচিব এম.এ সবুর, আইন ও সংবিধান সম্পর্কিত কমিটি আহব্বায়ক ব্যারিস্টার মোহাম্মদ হাসান চৌধুরী, সদস্য এডভোকেট জান্নাতুল নাঈম (রুমানা)। সভায় আলোচনায় অংশ নেন ডা. শাহানা বেগম, মোহাম্মদ হারুণ শেঠ, মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী, এ এইচ এম কফিল উদ্দিন, প্রকৌশলী শেখ এহছানুল হক চৌধুরী, মো. মাহতাব উদ্দিন। বিজ্ঞপ্তি