‘চট্টগ্রাম নৈতিক দিক থেকে ঐক্যবদ্ধ তা প্রমাণিত হয়েছে’

5

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সোসাইটি ফর হিউমান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) এর কেন্দ্রীয় কমিটির নির্বাচনে আদালতের স্থগিতাদেশ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে সংগঠনের চট্টগ্রাম চ্যাপ্টারের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, গত ২৪ জানুয়ারি ১ম যুগ্ম জেলা জজ আদালত বিএসএইচআরএম চট্টগ্রাম চ্যাপ্টারের পক্ষে সকল প্রকার তথ্য উপাত্ত, দালিলিক প্রমাণাদি বিশ্লেষণ সাপেক্ষে বিএসএইচআরএম সেন্ট্রাল কমিটির আসন্ন নির্বাচনে সাময়িক স্থগিতকরণ আদেশ জারি করেন। উক্ত আদেশের প্রেক্ষিতে বিএসএইচআরএম কেন্দ্রীয় কমিটির পূর্বঘোষিত নির্বাচন এবং এর সাথে সম্পৃক্ত সকল কর্মসূচি থেকে বিরত থাকার আদেশ দেয়া হয়। এই আদেশের মাধ্যমে বিএসএইচআরএম চট্টগ্রাম চ্যাপ্টার এবং চ্যাপ্টারের সাথে সম্পৃক্ত সকল এইচআর প্রফেশনালদের সেন্ট্রালের নির্বাচনের আইনগত ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, চট্টগ্রামে গত বছর গঠিত ইসি কমিটিকে বিভিন্নভাবে নিষ্ক্রিয় করে রাখা, চ্যাপ্টারের সদস্যদের বিভ্রান্তিতে রাখা, চ্যাপ্টারের সদস্যদের অসম্মানজনকভাবে বিভিন্ন চিঠি দেওয়া, চট্টগ্রাম চ্যাপ্টারের সদস্যদের ভোটাধিকার খর্ব করে সেন্ট্রালের নির্বাচন ঘোষণা করা এবং সর্বোপরি চট্টগ্রাম চ্যাপ্টারের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করার মাধ্যমে বিএসএইচআরএম সেন্ট্রালের উত্তীর্ণ ইসি কমিটি তাদের অবস্থান সুস্পষ্ট করে দিয়েছে। মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত পেশাজীবীদের অবস্থান ধরে রাখার লক্ষেই সকলে একত্রিত হয় এবং সকলের উৎসাহ ও অনুপ্রেরণারই ফলাফল আজকের এই স্থগিতাদেশ।
তিনি বলেন, চট্টগ্রাম বরাবরই নৈতিক দিক থেকে যেকোনো বিষয়ে ঐক্যবদ্ধ ছিল তা আবারও প্রতিষ্ঠিত হয়েছে। সদস্যদের নিয়ে বিএসএইচআরএম সেন্ট্রাল ও চট্টগ্রাম চ্যাপ্টারের গৌরব পুনরায় প্রতিষ্ঠিত করতে আশাবাদী। গত ৪ জানুয়ারির সাধারণ মিটিং এ গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবাদ, আইনি পদক্ষেপ সহ আজকের এই সম্মেলন। আগামী দিনেও সদস্যদের মতামতের প্রেক্ষিতে সকল কর্মকাÐ চালিয়ে নিয়ে যাওয়ার বিএসএইচআরএম চট্টগ্রাম চ্যাপ্টার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।