চট্টগ্রাম-দোহাজারী রেলপথ সংস্কার নভেম্বরে

13

মো. শাহাদাত হোসেন, চন্দনাইশ

দোহাজারি-কক্সবাজার রেলপথ স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। কিন্তু চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত বিদ্যমান রেল লাইনের অবস্থা বড়ই খারাপ। নতুন আর পুরনো রেলবিটের জোড়াতালির এই রেললাইনে পর্যটনসহ কক্সবাজার অভিমুখী ট্রেন চলাচল কতটা স্বচ্ছন্দ হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে চট্টগ্রাম মহানগরীর ষোলশহর থেকে দোহাজারী অংশের সংস্কার কাজ হাতে নিয়েছে পূর্বাঞ্চলীয় রেলওয়ে। আগামী নভেম্বর মাসে সংস্কার কাজ শুরুর কথা রয়েছে বলে জানা যায়।
রেলওয়ে সূত্র জানা যায়, চট্টগ্রামের ষোলশহর থেকে দোহাজারী পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য প্রায় ৪০ কিলোমিটার। অতি প্রাচীন এই রেললাইন সংস্কার কাজ তেমন হয় না বললেই চলে। কিন্তু কক্সবাজার যখন যুক্ত হচ্ছে রেল নেটওয়ার্কে, তখন পুরনো রেলপথটির সংস্কার জরুরি হয়ে পড়েছে। কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। ষোলশহর-দোহাজারী ৪০ কিলোমিটার রেলপথ সংস্কার কাজ চলতি বছরের নভেম্বর মাসে শুরু হতে যাচ্ছে। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত যে নতুন রেলপথ বসছে তার সঙ্গে সঙ্গতি রেখে এ সংস্কার প্রকল্প গ্রহণ করা হয়েছে। কাজ শুরুর লক্ষ্যে সামগ্রিক প্রস্তুতি বেশ দ্রæত এগিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিয়া। পুরনো এ রেলপথ সংস্কার হলে কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ সহজ ও আরামদায়ক হবে। রেলওয়ের দায়িত্বশীল সূত্র জানা যায়, কক্সবাজার রেলপথের কাজ এখন শেষ হবার পথে। নতুন এ রেললাইনে চলাচল করবে ট্রেন। সে বিবেচনায় পুরনো রেল লাইনের সংস্কার কাজ নভেম্বর মাসে শুরু করে দ্রæত সময়ের মধ্যে শেষ করা হবে। তাছাড়া কালুরঘাট রেল সেতুর কাছাকাছি জায়গায় কর্ণফুলী নদীর উপর হবে নতুন রেল কাম সড়ক সেতু। এ পরিকল্পনাটিও সর্বোচ্চ পর্যায়ে চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া রয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিয়া বলেছেন, দোহাজারী রেললাইনে রেল চলাচল স্বাভাবিক করতে আগামী মাসে সংস্কারের কাজ শুরু হবে। তবে বড় ধরনের কোন প্রকল্প এখন নেয়া হবে না। রেভিনিউ থেকে ছোট ছোট প্রকল্প দিয়ে রেললাইন সংস্কার করা হচ্ছে। যেহেতু চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কাজ এগিয়ে চলছে, সেহেতু এ রেললাইন পরিবর্তন করে ডুয়েল গেজে রেললাইন করা হবে। এডিবি থেকে সে সময় বড় আকারের প্রকল্প দিয়ে রেললাইন নির্মাণ করা হবে।