চট্টগ্রাম থেকে অংশ নেয়া রাফসান দেশ সেরা

44

নিজস্ব প্রতিবেদক

মেডিকেলে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রাফসান জামান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ভেন্যুতে অংশ নিয়েছিলেন। গতকাল রবিবার সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন তিনি।
যদিও রাফসান রাজশাহী ক্যাডেট কলেজের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। চট্টগ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসার সুযোগে এখান থেকে ভর্তি পরীক্ষায় অংশ নেন। এক ঘণ্টা সময়ের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় রাফসান জামান পেয়েছেন সর্বোচ্চ ৯৪ দশমিক ২৫ নম্বর।
গতকাল রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৯৪ দশমিক ২৫ পেয়েছেন রাফসান জামান। পরীক্ষায় সর্বমোট পাসের মধ্যে মেয়ে পাস করেছেন ২৮ হাজার ৩৮১ জন, পাসের হার ৫৭.৬৯ শতাংশ। আর ছেলে ২০ হাজার ৮১৩ জন, পাসের হার ৪২ দশমিক ৩১।
গত শুক্রবার (১০ মার্চ) মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম থেকে ১৩ হাজার ১২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। এরমধ্যে পরীক্ষায় ৩১৮ জন অনুপস্থিত ছিলেন। বাকিরা সবাই পরীক্ষায় অংশ নেন।