চট্টগ্রাম জেলা রাগবি দলের সংবর্ধনা

62

প্রথম জাতীয় রাগবি চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল চট্টগ্রাম জেলা রাগবি দল। এরপর সেনাবাহিনীসহ বিভিন্ন সার্ভিস দল এ প্রতিযোগিতায় অংশ নেয়ার পরও তিনবার রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম। বীচ রাগবিতেও চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম। সাফল্যের ধারা অব্যাহত রেখে চলতি মওসুমে ৮ম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় রাগবি প্রতিযোগিতায়ও রানার্স-আপ হয়েছে চট্টগ্রাম জেলা রাগবি দল।
জাতীয় ক্রীড়াঙ্গনে গৌরব বয়ে আনা রাগবি খেলোয়াড়দেরকে গতকাল সংবর্ধনা দেয়া হয়। নগরীর এক অভিজাত হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। চট্টগ্রামের স্থানীয় এক হোটেলে আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য ও রাগবি কমিটির চেয়ারম্যান আ.ন.ম ওয়াহিদ দুলাল, স্বাগত বক্তব্য রাখেন রাগবি কমিটির সম্পাদক প্রবীন কুমার ঘোষ, শুভেচ্ছা বক্তব্য রাখেন ৮ম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় রাগবি প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার মোঃ সালাউদ্দিন। কল্লোল দাশের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মোজাম্মেল হক, মো: হাফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলঅম লেদু, সিজেেেকএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম ও শাহজাদা আলম, নির্বাহী সদস্য দিদারুল আলম চৌধুরী, সৈয়দ আবুল বশর, জি এম হাসান, আসলাম মোরশেদ, ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন, রেখা আলম, রেজিয়া বেগম ছবি, কাউন্সিলর ডেরিক র‌্যান্ডলফ, আকতারুজ্জামান, হাসান মুরাদ বিপ্লব, এইচ এম সোহেল, এনামুল হক, লুৎফুল করিম সোহেল, মাহমুদুর রহমান মাহবুব প্রমূখ।
জাতীয় রানার্স আপ ট্রফিটি সিজেকেএস সাধারণ সম্পাদকের কাছে আনূষ্ঠানিভাবে হস্তান্তর করেন দলীয় ম্যানেজার মোহাম্মদ সালাহউদ্দিন, সহকারী ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান ও সাজ্জাদ আলী। সবশেষে দলীয় খেলোয়াড় ও কর্মকর্তাদের ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।