চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন সম্ভাব্য প্রার্থীদের তদবির মনোনয়ন ফরম নিলেন আওয়ামী লীগের ১৬ জন

70

রাহুল দাশ নয়ন
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা এখন ঢাকায়। গত ৪ সেপ্টেম্বর থেকে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। গতকাল পর্যন্ত চট্টগ্রাম জেলা পরিষদে প্রার্থী হতে বর্তমান প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালামসহ ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে অধিকাংশই ফরম জমা দিয়েছেন। আজকেও আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। আগামী ১০ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
দলীয় সূত্র জানায়, গতকাল পর্যন্ত উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালাম, সহ-সভাপতি অধ্যাপক মো. মাঈনুদ্দিন, এটিএম পেয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাংবাদিক আবু সুফিয়ান,
বিজয় মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, মোতাহেরুল ইসলাম চৌধুরী, মো. ইদ্রিছ, আবু সাঈদ, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ রবি, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, কৃষি বিষয়ক সম্পাদক এড. আব্দুর রশিদ, উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবুল হাসেম, আওয়ামী লীগ নেতা লায়ন শামসুল হক, সাবেক ছাত্রনেতা মো. ওসমান গনি চৌধুরী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নেতাকর্মীরা জানান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ সালাম এবারো মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন। তবে গেল নির্বাচনে দক্ষিণ জেলার এক শীর্ষ নেতা মনোনয়ন দৌড়ে প্রতিদ্ব›িদ্ব থাকলেও এবার নিজ জেলা থেকেই বেশ কয়েকজন প্রার্থী সালামকে চ্যালেঞ্জ ছুঁড়ছেন। এমনকি নিজ সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানও এবার প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুইজনই মনোনয়ন প্রত্যাশী। অবশ্য মনোনয়ন নিয়ে অনেকটা নির্ভার এমএ সালাম। জানতে চাইলে তিনি বলেন, ‘নেত্রীর দেয়া দায়িত্ব সবসময় নিষ্ঠার সাথে পালন করেছি। এবারও মনোনয়ন পেলে আস্থা রাখবো। অন্য কেউ পেলেও দলের সিদ্ধান্ত মেনে কাজ করবো।’
উত্তর জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করলেও এবার দক্ষিণ জেলার কয়েকজন নেতা জোরেশোরে তৎপরতা শুরু করেছেন। যদিও আগে মফিজুর রহমানের নাম শোনা গেলেও তিনি মনোনয়ন চাইবেন না বলে সাফ জানিয়ে দিয়ে বর্তমানে চিকিৎসার জন্য ব্যাংককে অবস্থান করছেন। দক্ষিণ জেলার মনোনয়ন প্রত্যাশী এক নেতা বলেন, ‘এতদিন উত্তর জেলা থেকেই জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। নেত্রী এবার দক্ষিণ জেলা থেকে প্রার্থী দিতে পারেন এমন আশায় দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’
চট্টগ্রাম আওয়ামী লীগের শীর্ষ এক নেতা বলেন, দক্ষিণ জেলার কেউ মনোনয়ন পেলে সেজন্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সহযোগিতা পেতে হবে। অন্যদিকে উত্তর জেলার ক্ষেত্রে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদের পছন্দের বিষয়টিও গুরুত্ব পাবে। যদিও এই চার নেতার অনুসারী অনেকেই ফরম সংগ্রহ করেছেন। সবমিলিয়ে উত্তর জেলা আওয়ামী লীগের শীর্ষ পদে থাকায় এমএ সালামের পাল্লা ভারী দেখা যাচ্ছে। এরপরও তিনি জেলা পরিষদে মনোনয়ন না পেলে জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা প্রকট থাকবে। ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাশী নেতারা ঢাকায় অবস্থান নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগসহ মনোনয়ন বোর্ডে থাকা নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন।