চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফুটবল প্রশিক্ষণ

44

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ অনুযায়ী চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ফুটবল প্রশিক্ষণ (অনুর্ধ্ব-১৫) শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) আয়োজিত কিশোর ফুটবল লীগ (অনুর্ধ্ব-১৫) থেকে বাছাইকৃত সেরা ৪০ জনকে দুই সপ্তাহ ব্যাপি এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে খেলোয়াড়দের সনদপত্র প্রদান করা হবে। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ কাজলের সঞ্চালনায় প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি এস.এম. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য মো. নাছির মিঞা, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত পাবলু, সিডিএফএ যুগ্ম সম্পাদক মো. সালাউদ্দিন জাহেদ, সিডিএফএ নির্বাহী সদস্য ও সিজেকেএস কাউন্সিলর কাজী জসিম উদ্দিন, ফুটবল কোচ মহসিন সাজু, উক্ত প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনাকারী ফুটবল কোচ মো. একরাম, ফুটবল কোচ নুরুল আজিম সুমন, ফুটবল কোচ মো. ফরিদ প্রমুখ ।