চট্টগ্রাম জেলা ইউনিটের ইউডিআরটি প্রশিক্ষণ

6

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগ এর সহযোগিতায় চট্টগ্রাম জেলা ইউনিট এর আয়োজনে ৩০ নভেম্বর থেকে চারদিনব্যাপী ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম (ইউডিআরটি) প্রশিক্ষণ এশিয়ান এস আর হোটেলে গত ৩ ডিসেম্বর সম্পন্ন হয়। প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। বিশেষ অতিথি জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মো. আসলাম খান। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর আইসিটি, মিডিয়া ও কমিউনিকেশন বিভাগীয় প্রধান অভিষেক চৌধুরী সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের উচ্চমান সহকারী রফিকুল কাদের, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর উপ যুব প্রধান-১ ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, ইউডিআরটি প্রশিক্ষক রানা দে, আবদুল্লাহ আল গালিব, বিথী মারমা সহ যুব স্বেচ্ছাসেবকরা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শেখ শফিউল আজম বলেন, দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে দুর্যোগ সহনীয় টেকসই নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পরিকল্পিতভাবে কাঠামোগত এবং অবকাঠামোগত কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।