চট্টগ্রাম ছড়া ও কবিতার শহর

16

 

কবি শিহাব শাহরিয়ার এবং শামস আল মমীনের কবিতায় কবিতাসন্ধ্যা গত ২ এপ্রিল শনিবার চট্টগ্রাম প্রেসক্লবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়। ছড়াকার সংসদ চট্টগ্রাম এবং বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’ এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য কবি আসাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য সঙ্গীতজ্ঞ আজিজুল ইসলাম, সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী। বিকাল ৪ টায় অনুষ্ঠান শুরু হয় সদ্যপ্রয়াত আবৃত্তিশিল্পী হাসান আরিফের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে। এরপর ছড়াকার সংসদের সাধারণ সম্পাদক আফম মোদাচ্ছের আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি কবি ভাগ্যধন বড়ুয়া। নির্বাচিক কবিদ্বয়ের জীবনী পাঠ করেন আবৃত্তিশিল্পী মৌ দত্ত। কবিদ্বয়ের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী , অর্পিতা দাশগুপ্তা, স্বপ্নীল বড়ুয়া এবং রাহুল ঘোষ দস্তিদার।
অনুষ্ঠানের কবি আসাদ চৌধুরী বলেন ‘চট্টগ্রাম ছড়া ও কবিতার শহর। এই শহরে আসলেই মন পড়ে আবদুল করিম সাহিত্যবিশারদ, মাহবুব উল আলম চৌধুরী, রমেশ শীল, কোহিনুর প্রেস সহ অনেক নাম ও স্মৃতি। চট্টগ্রামের দেশবরেণ্য মানুষদের আমরা ভুলে যাচ্ছি। ইতিহাস আমাদের ক্ষমা করবেনা। বিকাশমান শিল্পসাহিত্য চর্চার পাশাপাশি এই জনপদের গুণীজনদের কথা আমরা যাতে ভুলে না যাই এ ব্যাপারে লক্ষ রাখতে সবাইকে আহব্বান জানাই।’ বিজ্ঞপ্তি