চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অনুশীলন শুরু

12

১১ ডিসেম্বর মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল। সাত দলের অন্যতম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে পথ দেখাবেন এক ইংলিশ। পল অ্যান্ড্রু নিক্সনকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বন্দরনগরীর দলটির। এরই মধ্যে শিষ্যদের নিয়ে মাঠে নেমে পড়েছেন তিনি।
গতকাল মিরপুর একাডেমি মাঠে নিজের দলকে নিয়ে কাজ করেছেন পল নিক্সন। এই ইংলিশ কোচের শুরুটা হয় পরিচয় পর্বের মধ্যদিয়ে।
৪৯ বছর বয়সী সাবেক এই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান এবারের বিপিএলে ছাত্র হিসেবে পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, এনামুল হক বিজয়, জুবায়ের হোসেনদের। নিক্সনের অধীনে মাঠ মাতাবেন ক্রিস গেইল, কেরসিক উইলিয়ামস, রায়াদ এমরিত, ইমাদ ওয়াসিম, লেন্ডল সিমন্সরা।
নিক্সন নিজে উইকেটরক্ষক ব্যাটসম্যান হওয়ায় বাড়তি কাজ করতে পারেন বাংলাদেশের তরুণ উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে নিয়ে। এই আসরে নিক্সনের সহকারি হিসেবে থাকছেন স্বদেশি কবির আলি। চট্টগ্রামের দলটি বোলিং কোচ হিসেবে আগেই ইংলিশ পেসার কবির আলিকে নিয়োগ দেয়। দলটির টিম ডিরেক্টর হিসেবে থাকছেন জালাল ইউনুস এবং টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন ফাহিম মুনতাসির।
নিক্সনের আছে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা। ২০০৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই কোচ ইংলিশদের জার্সি গায়ে ১৯টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন।
বর্তমানে কাউন্টি ক্রিকেটের দল লিস্টারশায়ার ক্রিকেট ক্লাবের হয়ে কাজ করছেন নিক্সন। ২০১৮ সাল থেকেই কাউন্টিতে কোচের ভূমিকা পালন করছেন তিনি। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াসকে দুটি শিরোপা জিতিয়েছেন প্রধান কোচ হিসেবে।