চট্টগ্রাম চক্ষু হাসপাতালে  বিশ্ব দৃষ্টি দিবসের র‌্যালি

7

 

‘লাভ ইউর আই’ (আপনার চোখকে ভালোবাসুন)-এই স্লোগানকে সামনে রেখে “বিশ্ব দৃষ্টি দিবস-২০২২” উদ্যাপন করেছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র। এ উপলক্ষ্যে বৈজ্ঞানিক সেমিনার, র‌্যালীসহ হাসপাতালে আগত রোগীদের মাঝে সেবা দেয়া হয়। অন্ধত্ব প্রতিরোধ এবং চোখের সমস্যা সম্পর্কে সাধারণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে ২০০০ সাল থেকে প্রতিবছর অক্টোবরের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। এ উপলক্ষে গত ১৩ অক্টোবর চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ক্লাস রুমে এক বৈজ্ঞানিক সেমিনার ও র‌্যালী হাসপাতাল চত্ত¡রে অনুষ্ঠিত হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. কামরুল ইসলাম, আইসিও এর পরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম, অধ্যাপক ডা. মোহাম্মদ মুনিরুজ্জামান ওসমানী, এসোসিয়েট প্রফেসর ডা. জেসমিন আহমেদ,হাসপাতালের পরিচালক (প্রশাসন) মো. ছাকী হোসেন, ডা. মেরাজুল ইসলাম, ডা. ফারজানা আক্তার চৌধুরী, ডা. সাহেলা বেগম, ডা. তনিমা রায়, ডা. সাহেলা শারমিন, ডেপুটি ম্যানেজার (এডমিন)মো. রোকনুন চৌধুরীসহ হাসপাতালের চিকিৎসক, অপটোমেট্রি, প্যারামেডিক ও শিক্ষার্থীবৃন্দ। সেমিনারে বলা হয়, আমাদের চোখ আমাদের সংবেদনশীল অঙ্গগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কারণ এটি আমাদের সমগ্র বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কারণ চোখের সামান্য সমস্যাও শুধু দৃষ্টিশক্তিকে দুর্বল করে না, অনেক সময় অন্ধত্বেরও কারণ হতে পারে। সেমিনারে আরো বলা হয়, আমাদের খাদ্য, শারীরিক পরিচ্ছন্নতা এবং ব্যায়ামও আমাদের দৃষ্টিশক্তি শক্তিশালী এবং চোখ সুস্থ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই সঙ্গে কেউ কেউ চোখে চুলকানি বা কোনও ধরনের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই জ্ঞানী বা রসায়নবিদদের পরামর্শে চোখে ড্রপ দেন। যা কখনও কখনও দৃষ্টিশক্তি বা চোখের রোগের কারণ হতে পারে।