চট্টগ্রাম গণহত্যা দিবসে নিহতদের স্মরণ

8

আওয়ামী পরিবার চট্টগ্রাম জেলা
আওয়ামী পরিবার চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ২৪ জানুয়ারি চট্টগ্রাম গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও গণহত্যায় নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। নগরীর পাথরঘাটাস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সিনিয়র সদস্য দীপক ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রোকন ও চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন মানিক। বক্তব্য দেন কোতোয়ালী থানা আওয়ামী লীগ নেতা এমএ সালাম, মাস্টার জসিম, দীলিপ কান্তি রুদ্র, ওমর ফারুক, মো. ইউনুস, আহমদ কবির, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহŸায়ক আফসার উদ্দিন চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য এডভোকেট তপন কুমার দাশ, প্রকাশ জৈন আবু বক্কর, এডভোকেট উজ্জ্বল, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাধন দাশ, যুবলীগ নেতা সুফি দিদার, আফজাল হোসেন আজু, ছাত্রলীগ নেতা শুভ দাশ, সৌরভ দেওয়ানজী প্রমুখ। শেষে গণহত্যায় নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন পরিষদ নেতৃবৃন্দ।

সংগঠক ইয়াসির আরাফাত
চট্টগ্রাম গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যায় নিহতদের স্মরণে ও আহতদের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক ইয়াসির আরাফাতের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মো. তৈয়ব। এসময় উপস্থিত চট্টগ্রাম মেডিকেল এসোসিয়েশনের সদস্য ডা. হোসেন আহমেদ, যুবলীগ নেতা আহসানুল হক ডিউক, মীর মো. ইকবাল, শুভ দাশ, আলী আকবর মহিম, মাতাবর সোহাগ, ইমদাদুর রহমান রিয়াদ, টারজেন দাশ, ইন্দ্রজিৎ ভট্টাচার্য, শাহদাত আহমেদ, শাহরিয়ার শুভ প্রমুখ। দোয়া মাহফিলে যুবলীগের সংগঠক ইয়াসির আরাফাত বলেন, ৩৫ বছর আগে স্বৈরাচার এরশাদ সরকার আমলে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি ঐতিহাসিক লালদীঘির ময়দানে আওয়ামী লীগ সভানেত্রী দেশরতœ শেখ হাসিনার জনসভা ভন্ডুল করার হীনমানসে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে ২৪ জনকে হত্যা করে। প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে নেতা-কর্মীরা মানব প্রাচীর তৈরি করে ঐদিন মৃত্যুর হাত থেকে রক্ষা করে। সেই থেকে এই দিনটি চট্টগ্রাম গণহত্যা দিবস হিসেবে ইতিহাসের একটি কলঙ্কিত দিন হিসাবে চিহ্নিত হয়ে আছে। বিজ্ঞপ্তি