চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের আলোচনা সভা

31

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদ, বাংলাদেশ এর উদ্যোগে মহান ২১ ফেব্রæয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে আলোচনা সভা চট্টগ্রাম কলেজ রেড বিল্ডিং কার্যালয়ে পরিষদের সভাপতি, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি এ এম মাহবুব চৌধুরীর সভাপতিত্বে ও প্রকাশনা সম্পাদক শিক্ষিকা খোরশীদ রোকেয়ার সঞ্চালনায় গত ২১ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী খান, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, মোহাম্মদ আবুল বশর ভূইয়া, এডভোকেট কামরুন নাহার, হারুন গফুর ভূইয়া, আব্দুর রহমান, এডভোকেট আবু নাসের চৌধুরী, মোরশেদ উদ্দিন আহমেদ চৌধুরী, প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজি, মেহরাজ তাসিন শফি, প্রফেসর ড. মোহাম্মদ শহীদ উল্লাহ, প্রকৌশলী এস এম শহীদুল আলম, সিরাজুল হক, ব্যাংকার এস এম শহীদুল আলম, কাবেদুল রহমান কচি, জাফর আহমেদ, আবু বক্কর বক্কু, অচিন্ত্য কুমার দাস, নুরুল কবির চৌধুরী, তারেক ইফতেখার ইফু, নওয়াব আলী চেয়ারম্যান, লায়ন আব্দুল কাইয়ুম, মোহাম্মদ ইফতেখারুজ্জামান চৌধুরী, এডভোকেট নাসরিন আক্তার চৌধুরী, মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, মোহাম্মদ নাসির উদ্দীন, আব্দুল কাইয়ুম, ঈশান কুমার সেন, শ্যামলী পাল প্রমুখ। সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকসহ অনেকেই বুকের রক্ত দিয়ে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠায় অনন্য উদাহরণ সৃষ্টি করে স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনের বীজ বপন করেছেন। তাদের জাতি ও বিশ্ববাসী চিরদিন স্মরণ রাখবে। জাতির পিতার দিক নির্দেশনায় পরিচালিত এই আন্দোলন পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনে রূপ নেয়। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা না হলে বিশ্ব স¤প্রদায় এই আন্দোলন ও ত্যাগ সম্পর্কে অবহিত হতো না। বিজ্ঞপ্তি