চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পুনর্মিলনী পরিষদের সভা

21

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পুনর্মিলন ২০২৩ এর সভা ৪ ফেব্রæয়ারি সন্ধ্যায় কলেজের রেড বিল্ডিং প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুনর্মিলন পরিষদের আহŸায়ক চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহ সভাপতি, পরিষদের সভাপতি এ এম মাহবুব চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পরিষদের সদস্য সচিব মো. লিয়াকত আলী খান। আলোচনায় অংশগ্রহণ করেন পরিষদের উপদেষ্টা ইউছুফ সিকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর ভুঁইয়া, পরিষদ নেতা এড. কামরুন নাহার, সঙ্গীতশিল্পী ইকবাল হায়দার, রফিকুল হাসান মিনু, এড.আবু নাসের চৌধুরী, ইসমাঈল হোসেন মনু, এড. আবদুল মান্নান চৌধুরী, কাজী আবদুল হাই, খুরশিদ রোকেয়া, মো. আবদুল খালেক, দেলোয়ার হোসেন, আসিফ ইকবাল, সঙ্গীতশিল্পী অচিন্ত্য কুমার দাশ, আহসান উদ্দিন খান, আবদুল হালিম, মো. সাজ্জদ উদ্দিন, মো. ইমতিয়াজ উদ্দীন প্রমুখ।
সভায় গৃহীত সিদ্ধান্তক্রমে আগামী ১০ ও ১১ মার্চ ২ দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে পুনর্মিলন সফল করার উপর গুরুত্বারোপ করা হয়। আগামী ২১ ফেব্রæয়ারির মধ্যে ৫০০ টাকা এন্ট্রি ফি এর বিনিময়ে নিবন্ধন সম্পন্ন করার আহŸান জানান বক্তারা। পুনর্মিলনী অনুষ্ঠান সুসম্পন্ন করার জন্য ব্যবস্থাপনা, অর্থ, আপ্যায়ন, সাংস্কৃতিক, নিবন্ধন, স্মরণিকা, র‌্যালি, শৃঙ্খলা, দাওয়াত উপ কমিটিসহ বিভিন্ন কমিটি গঠন করা হয়। কলেজের প্রাক্তন ছাত্রলীগ নেতা কর্মীদের দ্রæত নিবন্ধন কার্য সম্পন্ন করার জন্য আহŸান জানানো হয়। এ উপলক্ষে প্রতি শুক্র ও শনিবার বিকেল ৫টা-রাত ৯টা পর্যন্ত চট্টগ্রাম কলেজের রেড বিল্ডিংস্থ অস্থায়ী কার্যালয়ে সরাসরি নিবন্ধন করা যাবে। এছাড়া ঢাকার বাইরে অবস্থানরত ছাত্র-ছাত্রীরা অনলাইনেও নিবন্ধন করতে পারবেন। বিজ্ঞপ্তি