চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলন এর নিবন্ধন উদ্বোধন

17

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলন উদ্যাপনের লক্ষ্যে আলোচনা সভা গত ১৯ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম কলেজস্থ রেড বিল্ডিং চত্ত¡রে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পরিষদের উপদেষ্টা আবুল বশর ভূইয়া এবং সঞ্চালনা করেন উদ্যাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ লিয়াকত আলী খান। প্রফেসর মোহাম্মদ সিকান্দর খানকে নিবন্ধনের মাধ্যমে চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র ছাত্রী পুনর্মিলন ২০২৩ এর নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়। সভায় বক্তব্য দেন মোহাম্মদ ইউসুফ সিকদার, মোহাম্মদ ইউনুস উদ্দীন, মিসেস জুলেখা খান, মনসুর মাহমুদ খান, মোহাম্মদ শাহনেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুনুর রসিদ, জসিম উদ্দীন আহমদ চৌধুরী, এডভোকেট নূরনাহার কুমকুম মোহাম্মদ আলাউদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল হক খান, মেরাজ তাহসিন শফি, তারেক ইফতেকার ইফু, মোহাম্মদ ইউনুস হাসান চৌধুরী, খোরশিদ রোকেয়া, মোহাম্মদ জয়নাল আবেদীন চৌধুরী, মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, আবু বকর বক্কু, কাজী মোহাম্মদ আব্দুল কাইয়ুম প্রমুখ।
সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে প্রধান উপদেষ্টা করে ৫০ সদস্যের উপদেষ্টা পরিষদ, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনকে পৃষ্ঠপোষক করে ৪০ সদস্যের পৃষ্ঠপোষক পরিষদ, জাফর আহমেদ ভিপিকে প্রধান সমন্বয়কারী করে ৪৫ সদস্যের সমন্বয়কারী পরিষদ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এ.এম মাহবুব চৌধুরীকে আহŸায়ক ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই বারের সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পুনর্মিলন ২০২২ এর দপ্তর উপ-কমিটির আহŸায়ক মোহাম্মদ লিয়াকত আলী খানকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামি ১০ ও ১১ মার্চ দুইদিনব্যাপী চট্টগ্রাম কলেজ ক্যম্পাসে পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিজনের নিবন্ধন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয় এবং প্রতি শুক্র ও শনিবার রেড বিল্ডিং কার্যালয়ে নিবন্ধনে অংশগ্রহণ করার জন্য পরিষদের আহবায়ক এ.এম মাহবুব চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ লিয়াকত আলী খান ও প্রধান সমন্বয়কারী জাফর আহমেদ ভিপি প্রাক্তন শিক্ষার্থীদের অনুরোধ জানান। বিজ্ঞপ্তি