চট্টগ্রাম কলেজের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

7

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কলেজের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে কলেজের হোস্টেল গেটে এ ঘটনা ঘটে। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন, স্নাতক দ্বিতীয় বর্ষের মেহেরাজ সিদ্দিক পাবেল (২০), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২য় বর্ষের জাহেল অভি (২২) ও ইতিহাস ১ম বর্ষের মো. মিনহাজ উদ্দিন (২১)। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, তিনজন সাধারণ শিক্ষার্থীকে অহেতুক মারধর করেছে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীরা। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বলেন, পার্সিভিল হিলে কিছু সস্ত্রাসীদের আনাগোনা রয়েছে। সেখানেই অস্ত্রধারী এ সন্ত্রাসীরা আড্ডা দেন। তাদের যন্ত্রণায় ওই এলাকার মানুষ অতিষ্ঠ। একেক দিন একেকজনকে তারা মারধর করছে। তারাই এ ঘটনা ঘটাতে পারে। আর বিকেল ৫টায় যেহেতু এ ঘটনা ঘটেছে সে সময়ে তো হোস্টেল গেটে কোনো শিক্ষার্থী থাকার কথা না। কলেজ সময় তো দুইটাই শেষ।