চট্টগ্রাম ও রাঙামাটিতে বিএনপির গণমিছিল

17

 

উত্তর জেলা ছাত্রদল :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ভাই সহ সকল জাতীয়তাবাদী রাজবন্দী মুক্তির দাবীতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ভি.পি আনছুর উদ্দিনের নেতৃত্বে ২৫ ডিসেম্বর, রবিবার বেলা ১২টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর কাজীর দেউড়ী হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাসিমন ভবনের চত্বরে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক পারভেজ মোশারফ, যুগ্ম আহŸায়ক ইমাম হোসেন চৌধুরী, যুবদল নেতা আবুল হোসেন চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের আহŸায়ক আবু বক্কর, ছাত্রদল নেতা তাহনিয়াজ মোরশেদ তোহা, যুগ্ম সম্পাদক আবু কালপান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঞ্জুর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন, আজিম উদ্দিন, শহিদুল ইসলাম, মো. মঞ্জুর, মো. মিনহাজ, মো. কুদ্দুস, মো. রায়হান, মো. রোবেল, মো. দিদার, মো. আলমগীর, মো. জুয়েল, মো. পাভেল, মো. বাবুল, মো. আরজু, মো. হেলাল, মো. আরিফ, মো. হাসান, মো. জিসান, মো. তারেকুল ইসলাম, মো. হামিদ, মো. ইসমাইল, মো. ইকবাল প্রমুখ। বিজ্ঞপ্তি

রাঙামাটি :
রাঙামাটি শহরের পৌরসভা প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধান সড়কে শনিবার বিকালে গণমিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা, পেট্রোলপাম্প চত্বরে গিয়ে শেষ করা হয়। এ সময় শহরে চলাচলরত যানবাহন আটকা পড়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপনসহ অন্যরা। এ সময় আওয়ামী লীগ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে জাতীয় সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরসহ তাদের ১০ দফা বাস্তবায়ন এবং জেলে আটকা নেতাকর্মীদের মুক্তির দাবি জানান বক্তারা।-রাঙামাটি প্রতিনিধি