চট্টগ্রাম একাডেমি নতুন লেখক তৈরির ক্ষেত্রে অবদান রাখছে

40

 

চট্টগ্রাম একাডেমির বিশতম বার্ষিক সাধারণ সভায় একাডেমির চেয়ারম্যান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেন, বন্দরনগরী চট্টগ্রামের অনেক ইতিহাস রয়েছে। আন্দোলন-সংগ্রাম, সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে চট্টগ্রামের ভূমিকা যেমন অগ্রগণ্য তেমনি অর্থনৈতিকভাবেও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এসবের সাথে যুক্ত হয়েছে চট্টগ্রাম একাডেমির কর্মকান্ডে ইতিহাস। প্রযুক্তি যেভাবে এগিয়েছে সেভাবে মননশীলতা এগোয়নি। সৃজনশীল ও মননশীল কর্মকান্ডকে এগিয়ে নেয়ার লক্ষ্যে চট্টগ্রাম একাডেমির মূল ভূমিকা পালন করছে। সাহিত্যের প্রবহমান জোয়ারকে অব্যাহত রাখতে, মহৎ সাহিত্য তুলে আনার লক্ষ্যে চট্টগ্রাম একাডেমি অনন্যসাধারণ কাজ করে যাচ্ছে। সাহিত্য-সংস্কৃতির অগ্রযাত্রাকে নব আঙ্গিকে, নবধারায় এগিয়ে নিচ্ছে নতুন নতুন চিন্তা-ভাবনা, পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠান। স্বাধীনতার বইমেলা এ প্রতিষ্ঠানের একটি উল্লেখযোগ্য কাজ। চট্টগ্রাম একাডেমি ইতিহাস-ঐতিহ্য সংগ্রহ-সংরক্ষণসহ পৃষ্ঠপোষণার মাধ্যমে লেখক-সাংবাদিক ও আগামী প্রজন্মকে সচেতন ও উৎসাহিত করছে। নতুন নতুন লেখক তৈরির ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একে আরও এগিয়ে নেওয়ার ও সমৃদ্ধ করার দায়িত্ব আমাদের সকলের। এজন্য সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। গত ২৬ ডিসেম্বর চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুরনাহার মিলনায়তনে তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন একাডেমির মহাপরিচালক অরুণ শীল। বক্তব্য রাখেন একাডেমির সাবেক মহাপরিচালক জিন্নাহ চৌধুরী, পরিচালক প্রফেসর রীতা দত্ত, কথাসাহিত্যিক বিপুল বড়ুয়া, পরিচালক এস এম আবদুল আজিজ, নারীনেত্রী সৈয়দা রিফাত আক্তার নিশু, পরিচালক শারুদ নিজাম, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী ও পরিচালক এম. কামাল উদ্দীন। ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সাবেক মহাপরিচালক প্রাবন্ধিক নেছার আহমদ। বার্ষিক সভায় ছড়া-কবিতা ও কথামালায় অংশ নেন নারীনেত্রী সাবিহা মুসা, শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, কবি কোহিনুর শাকি, কবি আবুল কালাম বেলাল, কবি অমিত বড়ুয়া, গল্পকার ইফতেখার মারুফ, কবি গোফরান উদ্দীন টিটু, সাংবাদিক আরিফ রায়হান, প্রাবন্ধিক শাকিল আহমদ, সাংবাদিক আল রাহমান, ডা. দুলাল কান্তি চৌধুরী, সৈয়দা সেলিমা আক্তার, ফারজানা রহমান শিমু, ছড়াকার তসলিম খাঁ, সাংবাদিক সরোয়ার আমিন বাবু, লেখক গৌতম কানুনগো, গল্পকার শিপ্রা দাশ, ছড়াকার শওকত আলী সুজন, লেখক সোহেল মাহরুফ, এস এম মোখলেসুর রহমান, মুহাম্মদ মহসীন চৌধুরী, রাবেয়া খাতুন, আমিন মাসুদ, প্রমুখ। অনুষ্ঠানে একাডেমির পরিচালক, আজীবন দাতা সদস্য, জীবন সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।