চট্টগ্রাম উপ-আঞ্চলিক স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্সে নোয়াখালী চ্যাম্পিয়ন

7

চট্টগ্রাম উপ-আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫১তম শীতকালীন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় সর্বাধিক ১৭৮ পয়েন্ট পেয়ে নোয়াখালী চ্যাম্পিয়ন এবং ১৬০ পয়েন্ট নিয়ে ফেনী জেলা দলগত রানার্সআপ হয়। এছাড়া নোয়াখালীর আহমদিয়া স্কুলের ছাত্র তারেক হোসেন এবং একই প্রতিষ্ঠানের ছাত্রী তানজিলা আক্তার প্রতিযোগিতার সেরা ক্রীড়াবিদ হিসেবে বিবেচিত হয়। গতকাল শনিবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার ও স্বাগতিক জেলা চট্টগ্রাম সহ ৭টি জেলার সাড়ে ৪শত জন প্রতিযোগী প্রতিযোগিতার ৩২টি ইভেন্টে অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক দেবব্রত দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাউশি’র সহকারি পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানের উপস্থাপনা করেন চট্টগ্রাম সরকারি বালিকা স্কুলের ক্রীড়া শিক্ষক আলমগীর কবির। প্রতিযোগিতার সার্বিক তত্ত¡াবধানে ছিলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ক্রীড়া শিক্ষক মো. জামাল হোসেন খান ও জান্নাতুল ফেরদৌস।