চট্টগ্রাম উইজার্ড এসএসসি ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট এর ট্রফি উম্মোচন

9

এস এ এসোসিয়েটস এর পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম উইজার্ড আয়োজিত মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে এসএসসি ব্যাচ ভিত্তিক টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও টিম মিট আপ নাইট অনুষ্ঠান শনিবার রাতে চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল্লাহ্ চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, প্রথম শ্রেণীর ক্রিকেটার মাহবুবুল করিম মিঠু, স্পন্সর প্রতিনিধিগন, সকল অংশগ্রহনকারী টিমের সদস্য এবং চট্টগ্রাম উইজার্ড পরিবারের সকল সদস্যবৃন্দ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করে অনুষ্ঠানের শুরু করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মুহিবুল্লাহ জুয়েল। শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন ক্লাব সম্পাদক জাবেদুর রহমান এবং ক্লাব সভাপতি রাজিব বড়ুয়া। প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করেন ক্লাবের ক্রীড়া সম্পাদক আদনান তালুকদার। অতিথিদের বরণ করে নেন ক্লাব সদস্য যথাক্রমে ইকরাম আনোয়ার, সাজ্জাদ রহমান, মিজানুর রহমান। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ব্যাচ ভিত্তিক ক্রিকেট একটা নতুন সংযোজন। এটা পরবর্তীতে অনেকে অনুসরন করবে। তারা সকলে টুর্নামেন্টের সফল সমাপ্তি কামনা করেন। মাহবুবুল করিম মিঠু তার বক্তব্যে বলেন, এ টুর্নামেন্ট যাতে ভবিষ্যতে ক্রিকেট বলে আয়োজন হয়। প্রধান অতিথি এ টুর্নামেন্ট নিয়ে যত রকমের সহায়তার আশ্বাস দিয়ে ভবিষ্যতেও চট্টগ্রাম উইজার্ডের সাথে থাকার আশা ব্যক্ত করেন। টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোহাম্মদ ফারুক টিটো তার সমাপণী বক্তব্যে ক্লাব পরিচিতি, টুর্নামেন্টের বাজেট, উদ্দেশ্য এবং টুর্নামেন্ট ফরমেট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তীতে লটারীর মাধ্যমে টুর্নামেন্টের গ্রæপ নির্ধারন করা হয়। সকল বিশেষ অতিথি এবং প্রত্যেক টিমের প্রতিনিধিদের নিয়ে ট্রফি উন্মোচন এবং কেক কাটেন প্রধান অতিথি মশিউর রহমান চৌধুরী। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইফতেখারুল ইসলাম ওয়াজি।
উল্লেখ্য আগামী ২৯ ও ৩০ অক্টোবর এবং ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি ১৯৯৫ সাল হতে ২০০৪ সাল পর্যন্ত ব্যাচ ভিত্তিক এই টুর্নামেন্টে ১২ টি দল অংশ গ্রহণ করছে।