চট্টগ্রাম অঞ্চলে মৃদু ভূমিকম্প

92

ভারতের মিজোরাম রাজ্যের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সাইহা এলাকায় মৃদু ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে চট্টগ্রাম অঞ্চলেও। যুক্তরাষ্ট্রের ভূতাত্তি¡ক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় গতকাল রবিবার সকাল ৮ টা ৫৮ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ছিল ৪ দশমিক ৮।
উৎপত্তিস্থল ছিল মিজোরামের সাইহা জেলার ১১.৯ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। খবর বিডিনিউজের
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল বান্দরবান থেকে ৭৫.৫ কিলোমিটার, চট্টগ্রামের সাতকানিয়া থেকে ৯৬.৫ কিলোমিটার এবং মিয়ানমারের হাকার থেকে ৭৭ কিলোমিটার দূরে। চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারসহ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় সকালে ওই ভূকম্পন অনুভূত হয়েছে বলে জেলা প্রতিনিধিরা জানিয়েছেন। তবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রাথমিকভাবে কোথাও পাওয়া যায়নি।