চট্টগ্রাম অঞ্চলের রেঞ্জার গাইডার প্রশিক্ষণ সম্পন্ন

39

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের ৫দিন ব্যাপী রেঞ্জার গাইডার প্রশিক্ষণ অনুষ্টান রেঞ্জার গাইডার প্রশিক্ষণ ১৪ ডিসেম্বর ২০১৯ ইং শনিবার বিকেলে সম্পন্ন হয়েছে। গত ১০ ডিসেম্বর ২০১৯ ইং মঙ্গলবার থেকে নগরীর এনায়েত বাজারস্থ মহিলা কলেজে রেঞ্জার গাইডার প্রশিক্ষণ শুরু হয়। বিভিন্ন কলেজ থেকে প্রায় ৪০জন প্রভাষক এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। গার্ল গাইডস্ এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক কমিশনার ও মহিলা কলেজের অধ্যক্ষ তহুরীন সবুরের সভাপতিত্বে অনুষ্টিত সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা প্রফেসর সুমন বড়ুয়া (উপ-সচিব)। বিশেষ অতিথি ছিলেন ,জেলা গাইড কমিশনার ও নাসিরাবাদ সরকারী গার্লস স্কুল চট্টগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হাসমত জাহান। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় গাইড কমিশনার প্রফেসর রীতা দত্ত। অনুষ্টানের সার্বিক দায়িত্বে ছিলেন শায়লা শাবরিন। বিষয় ভিত্তিক সেশন নেন মোশফেকা আখতার ও নাজনীন হক চৌধুরী। বিজ্ঞপ্তি